ছুঁলাম হিম বাতাস
তাতেও চোখ রাঙ্গাস!
আমি কি হতে পারি, তোর
দিক হারানো কলোম্বাস।
সমুদ্রের হাতে তাস
দিকের এ কি সর্বনাশ!
রঙ্গীন ঠোঁটে ঘুমোয়-ঘরকুনো ঘাস
প্লিজ আর পড়োনা-বাদরের উপন্যাস।
দেশলাই বাক্সে লেখা সে চিরকুট
নামিয়ে আনবে সৃতির প্যারাসুট,
চল সাজাই চল-কবিতার গ্রীনরুম
চল শুরু করি-চোখবাজির মৌসুম।