আমিতো চাইনি
তোমার ভেজা চুলের আদর,
তোয়ালের ঝাটকায় সৃষ্ট
শিশিরের তিমুর তরঙ্গ,
খাটের বাইরে চলে যাওয়া
পায়ের নখের তীব্র আহ্বান,
ঝটরা মাথার কেশে জাহির হোক
রঙ্গীন এিমাএিক ভোর।
আমিতো চাইনি
তোমায় বামপাশটায় বসিয়ে
রিকশায় আরোহন,
হারিয়ে ফেলা প্রজাপতির
সুদগ্ধ সৃতিবিলাস,
নিঃশব্দে অনেক কিছু বলে যাওয়া
প্রখর দীপ্ত চাহনি,
ভালোবাসার নিপুন লেনদেন প্রতীক হোক
শুকিয়ে যাওয়া সাগরের গলাবাজিতে।
আমিতো চাইনি
আড়াল করতে হলদে নিকোটিন,
ব্যাথিত বুকের পাঁজরে
হাত চেপে ধরে হাসতে,
বিধিকে গালাগাল করে
তৃপ্তি চোখে মেখে ঘুমোতে,
ভোরের শীতে জড়িয়ে রাখতে
কোন এক তাপের সঞ্চালক।
আমিতো চাইনি
একান্ত আমার হতে,
নিজ প্রতিবিম্বের সামনে
দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে খুঁজতে,
শ্রাবন সন্ধ্যায় একবিন্দু বৃষ্টি হয়ে
শুভ্রতাকে আলোকিত করতে চেয়েছি মাএ,
চেয়েছি ভাবের অসীমতায় পদ্যশ্রী হতে।