শুনুন মহাশয়/মহাশয়া
আমি যে কবিতা লিখি,
খুব ভালো লিখি কিনা জানিনা
খুব খারাপ কিনা তাও জানিনা
কেউ তা পড়ে কিনা জানিনা
কেউ তা কেন পড়েনা তাও জানিনা
তবে আমি লিখি, অবিরাম লিখি।

কাজের ফাঁকে ক্লান্তিকে শাসন করে লিখি
গরম ভাত ঠান্ডা থেকে পান্তা করে লিখি
বাজারের বোঝা দাঁতে কাঁমড়ে ধরে লিখি
গিন্নীর আদর সোহাগ অবহেলা করে লিখি
দুঃখ, অভাব, চাহিদাকে উপেক্ষা করে লিখি
মা-বাবাকে আলাপনের অপেক্ষায় রেখে লিখি
পাওনাদারের গালি খেয়ে লিখি
বর্ষা-খরার অভিমান বুঝে লিখি
শীত-গ্রীষ্মের প্রতিশোধ দেখে লিখি
অবহেলা-অবসাদের মিলন শুনে লিখি
বিশ্বাস-অবিশ্বাসের দ্রোহে পুড়ে লিখি
প্রতিটি কবিতার প্রসব ব্যাথা সহ্য করে লিখি
এক একটি শব্দের জন্যে রাত ভোর করে লিখি
তবু লিখি, অবিরাম লিখি।

কেন লিখি?
কাদের জন্য লিখি?
জানিনা…....!!
প্রশ্ন এবং উওর পাশাপাশি বসে মূর্ছা গেলে,
যাক…..!!
টোষ্ট বিস্কুটে চা ভিজিয়ে আমি ঠিক লিখি।