ভিড় ঠেলে লাশের গন্ধ গায়ে মেখে
তোমাকেতো আমার কাছে আসতে বলিনি।
দূর্ভিক্ষের হাতে বন্দী ঐ মায়ের কোল ঘেঁষা
ছোট্ট শিশুর বুকের হাঁড়গুলো গুনতে বলেছি।
চলেতো আসতে বলিনি
দাঁড়িয়ে থাকতে বলেছি।
মুখ ফেরানোর স্বভাবটা পাল্টে
এবার ভালবাসতে শিখো,
চোখ রাঙ্গাতে শিখো
আশেপাশের নির্দয় কষ্টগুলোকে।
আমাকে ভালোবাসতে হলে এভাবেই
মানুষ হয়ে এসো তুমি, স্বপ্ন হয়ে নয়।