আমি ভালো হই, মন্দ ও হই
আমি সত্তার বিভুল ব্যাধি
আমি আবিস্কারের সিঁড়ি,
জয়ের প্রিয়ম্বদ প্রপিতামহ,
আমি রুপ অনুমানী নরপতি।
আমাতে দ্বিধার কোন মাতম নেই
চেষ্টার কোন তেষ্টা নেই
উপসংহারগত রচনা নেই।
আমি প্রতি সম্প্রদায়ের বোবা ঘড়ি
বীরের হাস্যজ্জল বরফ অশ্রু,
সকল অবহেলার অভয়আশ্রম
সকল নিরাশার সম্ভাব্য আশা।
আমি ধৈর্য, আমি জীবের
স্বপ্ন নিরাময় করে, তাদের
বাস্তবতায় বাঁচতে শিখাই।