আমার বুকের মাঝে
জেগেছে ঘাসের চর,
তুমি তাতে শিশির
বিন্দু হতে পারো।
ছুঁতে পারো
শিরা-উপশিরা নিমিষেই,
দখল করতে পারো
শিহরনের স্পর্ধা।
সূর্যস্নানে আলোকিত
করতে পারো পথ,
আলিঙ্গনে ভেজাতে
পারো তপ্ত দেহ।
লুট করতে পারো
চুম্বনের অমায়িকতা,
বদলে নিতে পারো
পড়ে আসা হাফসিল্ক।
বাতাসের দোটানায়
দাঁড়িয়ে পড়তে পারো তুমি,
বুকে জড়িয়ে ধরতে পারো
দু-একগুচ্ছ কলিকা।
শির হতে শিঁকড় অবদি
জায়গা করে দিলুম তোমায়,
চাইলেই পাহাড় হতে পারো
নয়তো খরস্রোতা নদী।