বাতাস ধাওয়া করা রৌদ্দুর
ঝিল পেরিয়ে কত দূর
ছুটে চলিস কোন অবাধ্য অজানায়,
কোন সে আগুন্তুক
ছড়ায়ে সুবাসিত সুখ
পিছুহাটে প্রেমের দোটানায়।
কোন সে আলিঙ্গন
ভাসায়ে কিশোরী পাবন
বড় হতে চায় সিঁদুরের ভারে,
কোন সে অভিমান
ললাটের মিছে ঘাম
আঁচলতে বুড়ো হয় সৃতির ঘোরে।
কোন সে সুখের নীল
মাঝরাতের খোলা বিল
ডুবসাঁতারে সভ্রম হারায়,
কোন সে বিধিবাম
উড়নচন্ডীর প্রীতনাম
বসত বাঁধে ঠোঁটের পাড়ায়।
আকাশ পিচ্ছিল রৌদ্দুর
যাসনে আর বহুদূর
ফিরে আয় অহমিকা ভুলে,
তুমি সেই সিন্ধুপাড়
দুর কর সব ঘোরআঁধার
পাশেই বসো, চুল খুলে।