আমি চিরচেনা পথিক নই
কাবুলিওয়ালা নই
নববিবাহিতার আদুরে চাওনি নই,
ভোরের স্নানের ভেজা চুল নই।
বৃষ্টিভেজা কদম নই
রংধনুর এিমাএিক ধাঁধাঁ নই,
আমি শুধুই অপরাজিত
প্রধ্বংসী ঢেউ-দোষাবহ ফেনিল।
আমাকে খুঁজোনা
আমি যে মহিষাসুর,
আমার ধ্বংসে আমি
অনড় এবং চিরন্তন।
আমার চোখের কোণে
গঙ্গা যমুনার আবির্ভাব,
চিও্বে ব্রহ্মার
প্রেমের মায়ায় আমিতো
কাতর নই, তবে কভু কভু প্রয়াত।