বৃষ্টি,
তুমি উষ্ণ পিচ্ ঢালা পথ
আপন করে নাও নিমিষেই,
তার খানা-খন্দগুলো কানায় কানায়
ভরিয়ে দাও তৃপ্ত শীতলতায়।
বৃষ্টি,
তুমি স্পর্শ করো সর্বাগ্রে
সুউচ্চ শৃঙ্গ, বৃক্ষ, দালান
যুবতির ঘোমটা, যুবার ছাতা
কাঁকের খাঁড়া চুল, ব্যাঙের হাচি
খোঁপার কদম, কালো ফ্রেমের মোটা গ্লাস।
নাড়া দাও সব ঝং-পড়া স্পন্দন, অবসাদ।
বৃষ্টি,
তুমি কতইনা মহান, পরকল্যানিক
অথচ তুমি এক্ষুনি এলে
আকাশের কোলে হাসা
মেঘ নামক শিশুদের হত্যা করে!!