আমার ইচ্ছেগুলো হচ্ছে
যাই-তাই!!
অনেকটা কলমীলতার মত।
এদের খেতে দেইনা
পড়তে দেইনা,
মাথা গোঁজার ঠাঁই দেইনা
আদর ও দেইনা,
শুধু অবহেলায় এখানে
ওখানে ছুঁড়ে ফেলে দেই।
তবু তারা বেঁচে থাকে
বড় হতে থাকে।
তারা কখনও শাড়ী পড়ে
কখনও বা পান্জাবী,
আমায় কাছে ডাকে
আদর সাধে,
আমি যাইনা
যাবার কথাও না,
দুর থেকে শুধু ইশারায়
ওদের চোখ মুছে নিতে বলি।