যতদূর চলে যাবে বলে
করেছো স্হির-অস্হির অনীহায়
দূর্বল অহেতুক বিচ্ছেদের সঙ্গতায়!
পিছু ফিরে তাকাবেনা বলে
করেছো যে পণ-কষ্টের ব্যাভিচারিতায়
আষাঢ়ে মেঘ দেখে বাউন্ডুলে উচ্চাশায়!
যতদূর চলে যাবে বলে
করেছো স্হির-আমিহীনা,
ভালোবাসা যে কেঁদে যায়
অনামিকা স্পর্শের আশায়।
দূর্লভ হবো কি
হয়ে তুমি আমি প্রেমহীন
জড়িয়ে দরজার এপাশ ওপাশ?
জন্ম নেবে কি
দেয়াল জুড়ে অজৈব ভাবনার
সন্ধিহীন অক্ষরহীন কবিতা-অদৃশ্য রুপংকরে?
তবে পারঃত যৌবনের সন্ধ্যা শেষে
বার্ধক্যের কোন একরাতে
দেয়াল ভুলে সব দরজা খুলে-এসো।
দেখবে কেমন করে কবিতাগুলো
অনেক বড় হয়েগেছে-অস্বাভাবিকত্বে।
দেখবে কেন আমি তোমার গান শুনাই
তাাদের মুখের লালা মুছতে মুছতে।