আমাতেই বাস করে জীবনের ভৎর্সনা!!
চাহিদার হাতকড়ি পড়ে আমি আঁকি
গুলমহলের চৌকস ক্যানভাস,
ফিতা ছেঁড়া চটি হাতে নিয়ে হাটি আমি
সেই মহলের বেলারুশ পারস্য কার্পেটে।
মহলের বেলজিয়াম মার্বেলে
খুব নিঁখুতভাবে ফুঁটে উঠা
নিজ চেহারার কদাকার ব্রনকে
আমি ভাবি লম্পটে তিল।
গোসলের জলধারার প্রতিটি
বিন্দু আমায় মনে করিয়ে দেয়
কঠিন শীতল ষ্ট্রং-বিয়ারের স্বাদ।
হুট্ করেই মহলের টিভি স্ক্রিনে
দেখলাম, আমার স্বপ্নটা স্বেচ্ছায়
নগ্ন হতে চায়।
আর আমি হতে চাই অজেয় উন্মাদ !!