আমার পাড়ার
সেই প্লাষ্টার খসে পড়া
চিড় ধরা-ভাঙ্গা দালানটা,
এখনও নিজ কষ্ট পুষে
বেঁচে আছে !
তার ঐ খোলা ছাদের
পিচ্ছিল মেঝের
জমে থাকা পানিতে,
এখনও উড়ন্ত মেঘ
সমীরণের হাত ধরে
কথা দেয়,
আমৃত্যু ভালবাসার
অভঙ্গুর বিশ্বাসের।
উদাহরন হিসাবে
তুলনা করে যায়,
তোমার আমার শত-সহস্র
পৌরাণিক পাগলামির !!