তোকেতো বাজি ধরিনি যে জিততেই হবে
তাইতো তোর জয়গানে ঠোঁট মিলাইনি,
আমার কাছেতো তুই গুমোট মেঘ
তোর বন্দনায় তাই চাতক আমি-ভিজবো বলে।
তুই যখন অঝোরধারা ভুলে
শিশির হয়ে ঝড়িস কোলাহলে,
আমি তখন শিউলিতলায়
ঘাসের বুকে শুয়ে যে রই-ভিজবো বলে।
তুই যখন দমকা হাওয়ায়
গাঁ ভাসিয়ে ছুঁটে চলিস সঙ্গোপনে,
আমি তখন খোলা ছাদে
নাটাই হাতে দৃষ্টি উড়োই-ভিজবো বলে।
তুই যখন মায়ের বাড়ী
আসলি চেপে যতি-চিহ্ন ভিজিয়ে উঠোন,
আমি তখন শরৎ ভোলা বুড়ো শালিক
হাঁপিয়ে উড়ি-ভিজবো বলে।
তুই যখন কদম কেশে কুঁড়িয়ে বেলী
মালা গাঁথার ভানটা করিস,
আমি তখন বাজি খেলার হাবাগোবা বলির পাঠা
তবু তাতেই যে সই-ভিজবো বলে।
ভিজতে চাইলে ভেজাতে পারিস মনটা খুলে
ছুঁতে পারিস সবটুকু তুই ইচ্ছেমত,
আমি শুধু চাইতে পারি সব অঘটন
হাসতেও পারি তুই যদি চাস্ সবটা ভুলে।