১লা বৈশাখেই তুমি চির শুভ্র হও- জানি,
ঝিনুক উল্টে আর শামুকের মালা গেঁথে
উঁকি দাও জবা ফুলের ফাঁকে ফাঁকে-ঋতু রঙ্গে।
পাটের ছিকায় দোলা কানের দুল
আর বড় লাল টিপ, তোমকেই খোঁজে
পুরোটা দুপুর-দিন। তাই হয়তো…
নির্মল শাড়ী ও রংকটা ব্লাউজে
তোমার অস্তিত্ব হেলেদুলে হাসে,
সোলার পাখির হাতে।