যদি যৌবন ফুরাবার আগেই
আমার দরজায় মৃত্যু কড়া নাড়ে
তবে ধরে নিও, "ভীষণ ভালোবাসার
অভাবে আমি মারা গেছি! "
যদি আমার চোখের জ্যোতি হারায়
তোমাকে দেখিবার আর বায়না না ধরে
তবে বুঝে নিও, "তোমাকে দেখিবার আক্ষেপে
আমি আজ জ্যোতিহীন! "
যদি আমার মুখের কথা কেড়ে নেয়;
বাকরুদ্ধ এক অখ্যাত কবি হয়ে বাঁচি
তবে ধরে নিও, "দুদণ্ড তোমার সাথে
প্রেমালাপের জন্যে ছটফটিয়ে
আজ আমি নির্বাক!"
যদি আমার হাত অবশ হয়ে আসে
চিরদিনের জন্যে উন্মুক্ত পৃথিবীতে
তবে ধরে নিও, " তোমার হাত ছুঁয়ে দেখবার
আক্ষেপে আজ আমার হাত দুটি অসাড়!"
যদি আমার পায়ে আর জোর না থাকে
চৌকাঠ পেরিয়ে যেতে না পারি খানিকদূরেও
তবে ধরে নিও, " তোমার সাথে হাঁটার
ভীষণরকম আক্ষেপে আজ আমি নিস্তেজ !"