তুমি বলেছিলে কোন এক সন্ধ্যায়,
ক্যামেলিয়া ফুল হাতে,
শুনাবে আমায় রূপকথার গল্প,
তারা ভরা এই জোছনায়।
তুমি বলেছিলে কোন এক শ্রাবণে,
ভিজব দুজন রিমঝিম বৃষ্টিতে,
মেঘ হয়ে ভাসবে তুমি আকাশে আমার,
বৃষ্টি হয়ে ঝরবে তুমি এই বরষায়।
তুমি বলেছিলে কোন এক প্রভাতে,
শুভ্র কুয়াশায় সকালে তুৃমি,
হাতে রেখে হাত করব বিহার
মানবনা কারো বারণ,
তুৃমি আর আমি চলে যাব কোন এক
দূর অজানায়।
তুমি যাকিছু বলেছিলে আমায় বুঝেছি
আজ সবই ছিল ছলনা,
আমায় কেন একা রেখে চলে গেছ দূর ললনা?
বল না আমাকে বল না।