সুমাইয়া সরকাম মিম,
আজিকে তোমার শুভ জন্মদিন।
দূর হোক যত বালা- মুসিবত, টুটুক যত আগামীর দুর্দিন।
চেয়ে দেখ ঐ গুলবাগে ফুটেছে কতেক গুল,
গাহিতেছে তাই তব জন্মদিনের খুশিতে গো বুলবুল।
আসমান হতে আসিল নামিয়া যেন মর্ত্যে জান্নাত-হুরী
দিতে অভ্যর্থণা সাথে লয়ে এলো পারিজাত কুসুৃম ডালা ভরি।
আজিকে শ্রাবণের ধারা হলো বন্ধ উঠিল পুরবে রবি,
সোনা রোদ্দুর তার প্রিয়ো বাঙলায় পড়িল যেন ঠিকরি।
আঁকিছে সাগর বালুচরে আনমনে কে যেন তোমার ছবি!
বহিছে দখিনা হিমেল হাওয়া,গাহিতেছে পাখি গান,
রাখালের মাধুরী বাঁশরীর সুরে জুড়াই লো মম প্রাণ।
তোমার জন্য আজি তমসায় ঝিকিমিকি তারা জ্বলে,
আজিকে মিমের জন্মদিন আসমানের পরী বলে দলে বলে।
নাচে হুর-পরী তাথা থৈ থৈ তাথা থৈ থৈ দূর আসমানে,
পুষ্পেরা ছড়ায় সৌরভ গুলবাগে আজিকে তোমার জন্মদিনে।
আমি দীনহিন গাঁয়ের বিরহী কবি নাই কিছু তোমারে দেবার,
একটি ক্ষুদ্র কবিতা তোমায় দিলেম তাহে উপহার।
খোদার দরবারে করি প্রার্থণা ওগো মোর পরওয়ার,
আজি সুমাইয়ার জন্মদিনে কহি যেন থাকো পাশে সদা তার।
তোমার করুণার ছায়াতলে রাখিও তারে জনমভর,
তুমিই গো থেকো তার সদা বেদনাবিধূঁর অন্তর।
আমি উন্মাদ বিরহী সৈকত আজি তোমার জন্মদিনে,
খোদার আশীষ থাকুক সদা তব সাথ্ করি এই প্রার্থণে,
অবশেষে করিনু শেষ তোমার জন্মদিনের কবিতা লিখনে।
সদা লাস্যময়ী অয়ি সুমাইয়া সরকার মিম,
শুভ জন্মদিন, শুভ জন্মদিন।
উৎসর্গ: সুমাইয়া সরকার মিম