১
প্রিয় লাবণ্য,
আমি এখনো বেঁচে আছি ; ওষ্ঠাগতপ্রাণ প্রায়!
এ বাঁচা যে আর আট-দশটা স্বাভাবিক
মনুষ্যের মতো বাঁচা নয় ;
জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি।
আমি যুগ-যুগান্তর মৃত্যুর সাথে করব মোলাকাত;
ভয়ংকর অগ্নিমূর্তি যমদূত সাথে করেছি সন্ধি।
আমাকে মৃত্যু স্পর্শ করেনা ; কিন্তু সর্বগ্রাসী প্রেমানল
আমার হৃদয়কে পুড়ে দগ্ধ করে দিচ্ছে ক্রমশ।
প্রেমানলে পুড়ে এমনিভাবেই কি প্রেম খাঁটি হয় প্রিয়তমা?
বুকের গহীন শুধুই যন্ত্রণা!
তীব্র দহন যাতনা!
২
প্রিয় লাবণ্য,
সাদা তুলোর মত ঐ মেঘালয়ে মিশে যাবো
আমি কোনো একদিন।
বৃষ্টি হয়ে ঝরবো মমতাময়ী এই সুরভি বাঙলায় ;
নদীর জলে, পুকুরের জলে শুনতে পাবে
আমার হৃদয় ভাঙার শব্দ!
৩
প্রিয় লাবণ্য আমার,
ভুল আমারই ছিল
তাই ভুলে ভুলে কেটে গেছে
সুদীর্ঘ চারটি বসন্ত!
এখন শুধুই বুকের ভেতর তীব্র যন্ত্রণা!
আর শুধুই আক্ষেপ!
* চলবে.......