আজি অবেলায় খুব করে মনে পড়ে,
শ্রাবণের মেঘগুলি উড়ে আকাশে,
কুঞ্জবনে ঝরে বাদল বৈরী বাতাসে,
ঝরে পড়ে ঝুমঝুম
বাদল ঘন সে পল্লীতে,
গগনে চমকে ঘন বিজুলি
ভয় সঞ্চার ভীত চিত্তে।
গোধূলি বেলায় সহসা,
বাদল শেষে এলে "বরষা"
বেঁচে আছি তবু আজো যেন তব স্মৃতি বুকে ধরে।
আজি এ শাওন মাসের প্রান্তে এসে অবেলায়,
প্রভাতে সেই কাশবন ধারে,
হেরিনু তোমায় চুপিসারে ,
দূর হতে মোর দুটি মুগ্ধ
আঁখি তুলি দেখেছিনু তোমা',
পরাণ ভরিয়া কিরণ প্রভাতে
আকুলিবিকুলি প্রিয়তমা।
রিমঝিম ঝরে বাদল তমালবনে,
আজি অবেলায় তোমায় পড়ে মনে,
তব স্মৃতি স্মরি আনমনে নিঝুম নিরালায়।