তুমি নির্ঝর বহ অবিরল
দূর পাহাড় চূড়ে,
শুভ্র শীতল বারি পতিত বসুমতি
স্বর্গ হইতে বিধাতার বরে।
কবিতার ছন্দে তরুণীর নৃত্যে
দোলায়িত তব অঙ্গ,
গিরি চূড়া ত্যজিয়া জলধরে মিশিয়া
কর তুমি রঙ্গ।
পল্লীরে সিঞ্চিত নাহি কর বঞ্চিত
গৈরিকে কন্যা,
ধূসরের ভুমিরে চুমিয়ে গো উষরে
করহ গো পূর্ণা।
পথিকের পিয়াসা মিটায়ে গো তিয়াসা
বাঁচাও পান্থের প্রাণ,
রুমাঝুম শব্দে কিশোরীর নৃত্যে
অবিরাম বহমান।
শত যুগ ধরি কত শত কবি
রচে লয়ে কাব্য,
সুন্দরি নির্ঝর দুনিয়ার মনোহর
তব রূপে নস্য।
উৎসর্গ:মেঘলা জাহান নির্ঝর