কে আমায় ডাকে নিশীথ-বেলা?
কে আমায় ডাকে চৈতি হাওয়ায়?
মাধবী নিশীথ রাতে
কে সে দেয় দোলা
শূন্য ভীরু হিয়ায়?
কে আমায় ডাকে উত্তরী বায়?
কে আমায় ডাকে দখিনা মলয়ায়?
কে আমায় ডাকে গভীর রজনী?
কে আমায় ডাকে সিন্ধু তরঙ্গে?
কে আমায় ডাকে মৃদঙ্গে?
রাখালের বাঁশির তানে কে যেন
আমায় ডাকে
দেখিনা কোথাও তাঁকে।
কে আমায় ডাকে শ্রাবণ ধারাতে?
কে আমায় ডাকে নবীন বসন্তে?
গগনে পবনে বাজে তাঁর ধ্বনি।
কে আমায় ডাকে শরত বেলায়?
কে আমায় ডাকে ফাগুন বেলায়?
কে আমায় ডাকে মধ্যদুপুরে?
কে আমায় ডাকে গোধূলি বেলায় স্নিগ্ধ আলোয়?
কে আমায় ডাকে আঁধার-কালোয়
মধ্যরাত্তিরে ?