একটা অচিন পাখি আমার রঙমহলায় উড়ে ঘুরে,
ও তারে ধরতে গেলেই অমনি পালায় অনেক দূরে।।

ও পাখিটা দেয় না ধরা করে শুধু টালবাহানা
হৃদয় খাঁচায় বন্দী হতে করে শুধু তা না না না  
সেই পাখিটা চায় যে শুধুই আকাশ পানে যেতে উড়ে।।  

    সাঝঁ বিরাতে বনের পাখি উড়ে আসে
    কুহুকুহু ডেকে ওঠে গৃহ  আশে  
   হলদে পাখি দিয়ে ফাঁকি উড়ে চলে কোন সূদুরে।।

   ওই  পাখিটা নয়তো আমার স্বজাতি,
   তবু পাখি উড়ে বেড়ায় রঙমহলে দিন-রাতি  
ছুঁইতে গেলেই অমনি পাখি উড়ে চলে অচিনপুরে।।  


* গীতিকবিতা