হাসলে সাকী
  ফুটলো যে গুল,
খুললে কন্ঠ
       গাইলো যে বুল।
আসলে আজি
            জীর্ণ ঘরে,
দেখলেম তোমা
          নয়ন ভরে।
বইলো শীতল
       দখিন হাওয়া,
বেণু বনে
         সুখটি পাওয়া।
শারদ বিকেল
     নরম আলো,
উঠল অরুণ
      টুটায় কালো।
উড়ল পাখি
      ফিরল নীড়ে,
ফুটল যে কাশ
        নদীর তীরে।
ছুটলো কিশোর
      বাঁধনহারা,
হুল্লোড়ে ওই
    মাতায় পাড়া।
স্বপ্ন দেখি
    কাজল চোখে,
চুলের ঘ্রাণে
     শান্তি বুকে।  
আজকে আমার
       নেই'ক' মানা,
লিখব সুখের
          কাব্যখানা।
শিউলি বাগে
     গুচ্ছকুসুম,
ফুটলো যেন
     ছোঁওয়ায় যে তুম।
হাসনাহেনার
      গন্ধেতো মৌ,
হাসলো চুপি
       রাঙা যে বউ।
স্বপ্না এলো,
     টুটল বেদন,
প্রেমের ছোরায়
      হৃদয় ছেদন!  
করব আজি
    উল্লাসে ভাই,
সে বিনে মোর
     হৃদয় যে ছাই।
আজকে আমার
     আকুলি মন,
পুষ্প থালায়
     করব বরণ।