কেন তুমি হায়!
      গড়িতেছ ভাই,
কারু মন্ডিত  বিরাট বাড়ি?

তুমি কি জানো না বন্ধু?
যেতে হবে তব ও- আঁধার ঘরে
     দুনিয়ার সব ছাড়ি।

তবে কেন এত যে অহংকার,এত হিংসা,
        আর এত হানাহানি?
মানুষে মানুষে কেন এ বিভেদ?
        কীবা তরে এতো খুনোখুনি?

বন্ধু তুমি যাকিছু করিয়াছ সঞ্চয়
          সবি রবে পড়ে,
সকল ফেলিয়া থাকিতে হবে যে তোমা
        একা একা ওই আঁধার ঘরে।

পরের গৃহেতে জ্বালিছ প্রদীপখানি
           আপনার বাড়ি অন্ধকার,
জ্ঞানহীন  ছাড়া কিছু নও তুমি
            এ জগৎ- সংসার।

মরণের কথা ভাবোনি তুমি
         ভাবিয়াছ শুধু দুনিয়ার কথা,
মরণ পথের যাত্রী তুমি পাথেয় বিনে
         কেমন করিয়া যাবে সেথা?

দুনিয়ার বুকে যত পুঞ্জিত অঢেল ধনরাজি,
              মৃত্যুর পরে মূল্যহীন,
       সাথী হবে শুধু নেক কাজ তব
               কবর- জমিন।

ছন্দ: মাত্রাবৃত্ত