একুশ মানে কী রাজপথে শব্দমিছিল?
একুশ মানে কী শূন্য চরণে প্রভাতফেরি?
একুশ মানে কী শহীদ মিনারে পুষ্পাঞ্জলি?
একুশ মানে কী বলিষ্ঠ কন্ঠের স্লোগান,
তোমার আমার ঠিকানা,
পদ্মা, মেঘনা, যমুনা?
না, একুশ মানে শব্দমিছিল, প্রভাতফেরি,
পুষ্পাঞ্জলি কিংবা শুধু স্লোগান নয়।
একুশ মানে ভীরুতাকে দাফন করা,
একুশ মানে বুকের ভিতর অসীম
সাহসীকতা।
একুশ মানে বাঁচতে শেখা
দাসত্বের শৃঙ্খল থেকে ।
একুশ মানে পরাধীনতার শিকল ভেঙ্গে
মাথা উঁচু করে দাঁড়ানো,
একুশ মানে প্রতিবাদ,
একুশ মানে রুখে দাঁড়ানো
অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে।
একুশ মানে প্রতিটি বাঙালির বুকের
ভিতর লালিত-পালিত অমর
বাঙলা ভাষা।