আকাশের সমস্ত নীল চুষে নেব একদিন,
কারণ আমার বক্ষময় বেদনার চেয়ে
তার বেদনার নীল অনেক তুচ্ছ, কঠিন হীন;
সাগরের নীল কেড়ে নেবার দরকার নেই,
কেড়ে নেব তার বিশাল স্পন্দন, তার অফুরন্ত প্রাণ প্রাচুর্য;
শ্যাম বনানী ভয়ে ভীত হয়ে একদিন এমনিই ঢেলে দেবে সকল সরসতা;
বিশাল দিগন্তে তাকিয়ে সেদিন ও আমার বুক ভরে রবে দীর্ঘশ্বাসে,
সে দীর্ঘশ্বাস নিরাশার, সে দীর্ঘশ্বাস প্রাপ্তির আশা শেষ হবার-
সে দীর্ঘশ্বাস পূর্ণতার,
তার চেয়ে ভয়ংকর হয় না কিছু আর।