বহুদিন তো গেছে চলে,
অনেক বলেছি কথা,
করেছি তর্ক, তুমুল অালোচনা
রাষ্ট্র অার রাজনীতি নিয়ে॥
অামরা বলেছি কথা,
টাকা কামানোর জন্যে,
কোন বিষয়ে বা কোন বিশ্ববিদ্যালয়ে
করা উচিত পড়ালেখা(!)॥
অামাদের কথা হয়েছে
কোন ব্র্যান্ডের স্মার্টফোন ভালো,
টিভি, রেফ্রিজারেটর কোন কোম্পানির
কিনলে টিকে বেশিদিন
তা নিয়ে॥
কিন্তু হঠাৎ করে
কিসের এক দুর্গন্ধে,
অস্বস্তি এসে গ্রাস করল মনে,
অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখল সবাই,
সেই দাপুটে, প্রবল শক্তিশালী
বাঙালী সমাজ অার জীবিত নাই।
এই দুর্গন্ধ অাসছে,
তাঁরই বিগলিত দেহ থেকে॥
সেই সমাজ অাজ অার নাই,
তাই কেউ অাজ কারোর পাশে নাই॥