ভোর হয়েছে, মেঘলা আকাশ,
ঢেউয়ের পরে ভাঙছে ঢেউ.
দিগন্ত মোড়া সাদা চাদর
বৃষ্টি হয়ে নামলো ঐ.
বিষাদ ঘনায় চোখের পাতায়
ঝাপসা হয়ে আসে সব.
ফেনিল সাগর ফুঁসছে শোনো
আসছে তুফান, শান্তি কই?
ভাঙলো বাঁধ স্মৃতির ঢেউয়ে,
বাবার সাথে প্রথম সাগরে,
হাত ধরে হেঁটে যাওয়ার
অগণিত প্রশ্নত্তরের হারানো বিকেলে.
সাগর আজও আছে, অমিও.
শুধু বাবা আর নেই.
রোগীর সেবায় নিয়োজিত প্রাণ,
মহামারী কেড়ে নিয়েছে তাকেও.
বাবাকে শেষ দেখা হাসপাতালে
প্লাস্টিক মোড়া নশ্বর শরীরে.
সরকারি শ্বশানে হয়েছিল দাহ,
তারপর অস্থি ভাসিয়েছিল নদীতে.
যেই সাগর থেকেই উৎপত্তি প্রাণের
নদীরাও যেমন সাগরে এসে মেশে,
সময়ের স্রোতে ভেসে ভেসে
বাবাও বিলীন হয়ে গেছে সেই সুনীল সাগরে..