অনাহার তুমি কে ? জীবিত না মৃত ?
সবুজের চাদরে মোড়া লাল মাটির দেশে তোমার বাড়ি ,
খেটে খাওয়া মানুষদের তুমি ভালোবাসো ।
সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর ,
যখন ওরা ঘরে ফিরে আসে,
গভীর মমতায় ওদের বুকে টেনে নাও তুমি ।
তোমার ভালবাসা মৃত্যুর মুখে ঠেলে দেয় ওদের ,
তবু তুমি ওদের বুকে জড়িয়ে রাখ ।
তোমার ঘরের লুকানো সম্পদের ভাণ্ডার
তুমি অক্লেশে তুলে দাও ধনীদের হাতে,
আর তোমার ভালবাসার সন্তানরা ক্ষুধার জ্বালায় নিরবে মরে ।
এ তোমার কেমন ভালবাসা ?
এ তোমার ভালবাসা ? নাকি নিজের অস্তিত্ব রক্ষায় ধারন করা ছল?
তুমি জানো দুবেলা ওদের মুখে দুমুঠো খাবার তুলে দিলে
তোমার স্থান হবে ইতিহাসের পাতায় ।
তাই কি তুমি ভালবাসার কারাগারে ওদের বন্দী করে রেখেছ?
তোমার ভালবাসায় ওদের শরীর জোড়া ক্ষত ।
অনাহার তুমি কে ? জীবিত নাকি মৃত ?
মুহুয়া আর মাদল ছেড়ে ওরা আজ তুলে নিয়েছে হাতিয়ার।
ঘাস্ফুলের পাতায় পড়েছে রক্তের দাগ।
শান্ত জঙ্গল্মহল আজ হয়ে উঠেছে বারুদের স্তূপ ।
তুমি কি জানো এসবই তোমার ভালবাসার পরিণাম ?
শান্তিপ্রিয় সবুজের সন্তানদের তুমি করেছ বিষাক্ত ,
অনাহার তুমি কে ? জীবিত নাকি মৃত ?