আকাশ জুড়ে মেঘের খেলা,
হাওয়ায় ভাসে তন্দ্রা।
ও রজনী, তোমার কোলে
দাওগো একটু জায়গা।j

গাছের পাতায় জোনাকি জ্বলে,
চাঁদের আলোয় মন টা।
ও রজনী তোমার কোলে,
দাওগো একটু জায়গা।

ঝিঁঝিঁর ডাকে সেকাল হাসে,
ক্ষুদ্র জীবন চোখের পরে,
মান অভিমান ভেলায় ভাসে,
বাজছে শেষের ঘন্টা।

শরীর ছেড়ে বেরিয়ে আসে
রাগ দম্ভ উৎকণ্ঠা।
ও রজনী, তোমার কোলে
দাওগো একটু জায়গা।