বৃষ্টি এখনও নামেনি.
হিমালয়ের বরফগুলো এখনও গলে যায়নি.
ঝরে যায়নি পাতা
বুড়ো অশ্বত্থ গাছটার ডালে ডালে.
তুমি এখনও যাওনি চলে অসীমের মাঝে,
তারাদের রাজপথ ধরে.
ধর্ম এখনও মরেনি.
মানুষ এখনও মানুষ মারেনি
ধর্মের ভেক ধরে.
হাহাকার এখনও জাগেনি
এই বিশ্বের সড়ক থেকে গলিপথে.
বৃষ্টি এখনও নামেনি সেই নির্জন রাস্তাতে.
বৃষ্টি এখনও নামেনি.
ঠিক-ভুলের দ্বন্দ্ব এখনও মেটেনি.
প্রতিবাদের ভাষা এখনও হারিয়ে যায়নি.
ডমরু বাজেনি বজ্রনিনাদে.
বৃষ্টি এখনও নামেনি
ঘুনধরা এই পৃথিবীর রাস্তাতে.
তবে, বৃষ্টি নামবে.
ভাসিয়ে নিয়ে যাবে যা কিছু খারাপ,
বিশ্বজনের শেষ হাহাকার.
ভেসে যাবে সব ভেদাভেদ,
অনন্ত গ্লানিতে পুড়ে শুদ্ধি হবে আত্মার.
ধর্ম আর বর্ণের ধ্বংস হবে অনাচার.
একদিন আবার বৃষ্টি নামবে,
নুতন করে জেগে উঠবে ধরণী.
হঠাৎ ধ্বংসস্তূপে বেজে উঠবে সারেঙ্গা.
বাতাসে ভাসবে রাগ ভৈরবের মূর্ছনা.
সৃষ্টি সুখের গন্ধ নিয়ে,
হয়তো সেদিন হবে, এক নুতন যুগের সূচনা.