আকাশজুড়ে ভর করেছে
কালো মেঘের ভেলা,
আষাঢ় মাসে পুরোদমে
জলকণাদের খেলা।
কৃষক মনে পুলক জাগে
নতুন স্বপ্নের আশা,
ব্যাঙে নাচে ঘ্যাঙর ষ্যাঙর
ডোবার ধারে বাসা।
নদী নালা বিল প্রণালি
বর্ষার জলে ভরে,
চারিদিকে ভেসে গিয়ে
জেলে পোনা ধরে।
দোলনচাঁপা,কদম ফুলের
মন মাতানো ঘ্রাণে,
হিমেল বায়ু গুনগুনিয়ে
দোলা দেয় যে প্রাণে।
ঋতুর রাজা বসন্ত আর
বরষা ঋতুর রাণী,
দিবস রাত্রি ছন্দতালে
ধুইয়ে দেয় যে গ্লানি।
২০ জুলাই ২০২১, নোয়াখালী