হে রহিম,হে রহমান,ক্ষমা করো মোরে তুমি অতি মহিয়ান;
কত সুন্দর এ নিখিল ভুবন মোদের করেছো তুমি দান।
দেহ হৃদে বল দাও প্রভু এই জীবনের ভার বহিবার,
শত দুঃখ কষ্টে পারি যেন সদা তোমার শান জপিবার।
কত পশুপাখি কুঞ্জবনে,সদা আত্মহারা তোমার গুনগানে।
মোর মন চাই,দিবানিশি তোমার নাম জপি সদা তাদের সাথে।
দয়া করো তুমি এ অধম বান্দারে,হই না যেনো বিপথগামী,
যেনো জ্ঞানের স্বল্পতা সর্বত্রই থেকে পূরণ করিতে পারি।
আমি গুনাহগার মম পথ অন্ধকার,দারিদ্র্য পোষণে দাও শক্তি,
ঘুচিয়ে দাও সব ভুল ভ্রান্তি,থাকেনা যেনো মনে কোনো ক্লান্তি।
হে অনন্ত অসীম,দুঃখে সুখ, হতাশায় ধৈর্য্য,বিপদে রক্ষা করো,
টিকে থাকতে পারি জগৎ সংসারে দয়া করো তুমি আরও।
বুঝে বা না বুঝে হাজারো ভুলে তপ্ত আমার এই প্রাণ,
সুস্থ্য রাখিও এই মিনতি গাইতে তব তোমার গুনগান।