ঠুনকো তিনশত অস্থির গড়ন নিয়ে তনু,
মানবজীবন শুরু,শুরু হয় প্রাণের সোপান।
শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য।
প্রান চলে যায়, তবু স্মৃতি কর্ম রয়ে যায়।
সভ্যতা শেখালো জীবনের নানা গতিপথ,
ধরণীর বুকে একই রবি শশীর নিচে বেঁচে থাকা
নানা প্রতিকূল অবস্থায় টিকে থাকার চ্যালেঞ্জ।
আমার এ ক্ষুদ্র জ্ঞানে কি বলবো? তবুও বলি,
মানিবে না বাধা কোন সৎ কাজে,ডরিবেনা তমিস্রা,
ভয়কে করিবে জয়,গোলাগুলিতে নয়,ভালোবেসে।
জীবনের সব চাওয়া পূরন হবে, নাহি তাহা ভেবো
সতত সততা নিয়ে কাজে লেগে পড়ো।
জীবন মানে সংগ্রাম,করে যেতে হবেনসাধানা।
বিপদ আসিবে,ভাঙন আসিবে জীবনের মোড় ঘুরিতে,
লাগাম তোমাকেই খুঁজিয়া নিতে হবে।
হিংসা,আলস্য,লোভ,অংকার গ্রাস করতে চাইবে।
এসব ডিঙিয়ে যখন সামনে এগুতে পারবে,
বুঝে নিও তুমি, জীবনকালে তুমিই সফল হবে।
From: Philosophy of Life
Written by: Aminul Islam Saikat
Body with three hundred unstable shapes,
Human life begins, the ladder of life begins.
Childhood, juvenility, youth, old age, anility.
The soul is gone, but the memory remains.
Civilization taught the various paths of life,
Surviving under moon and sun on the earth
Challenge to survive in various hostile situations.
What can I say in my small knowledge?Still,
Do not obey any honest work, do not be afraid
You will overcome fear, not in bullets,but with love
Think that all the desires of life will be fulfilled.
Always work with honesty, hard work and talent.
Life means struggle, you have to work hard.
Danger will come, breakdown will come,
To turn the corner of life,You have to find the reins.
Violence, laziness, greed will want to consume you.
Get rid of these when you can move forward,
Understand that you will succeed in life.