ইচ্ছে করে পাখি হয়ে
নীল আকাশে উড়তে,
শহর পথে নগর মাঠ
মনের ভাঁজে আঁকতে।
ইচ্ছে করে পদ্ম হয়ে
নদী নালায় ফুটতে,
সুদৃশ্য এক পরী হয়ে
খিল খিলিয়ে হাসতে।
ইচ্ছে করে তিমি হয়ে
সাগর তলে ছুটতে,
সিন্ধু থেকে মুক্তা নিয়ে
ভূমি স্থলে ফিরতে।
ইচ্ছে করে ঝরনা হয়ে
পাহাড় থেকে নামতে,
খরস্রোত এক নদী হয়ে
এঁকে বেঁকে চলতে।
ইচ্ছে করে মেঘের মত
বাঘের গর্জন করতে।
বনের গাছে সদ্য পাতায়
বৃষ্টি ফোঁটায় ঝরতে।
ইচ্ছে করে দেশ বিদেশে
বাদশাহ হয়ে ঘুরতে,
নানান ভাষা নানা জ্ঞান
সভ্যতাকে জানতে।
ইচ্ছে করে মঙ্গল যানে
মঙ্গল পানে ছুটতে,
অজানা সব রহস্যজাল
আবিষ্কার করতে।
ইচ্ছে করে দামি শহর
দূর আকাশে গড়তে,
নিখোঁজ হতে বিধু রাতে
তারকাদের দেখতে।
ইচ্ছে করে বিশ্ব জগত
হাতের মুঠোয় ধরতে,
নতুন সাজে নতুন রূপে
রংধনু তাই মাখতে।
ইচ্ছে করে কবি হয়ে
মনের বচন লিখতে,
শিষ্য হয়ে গুরুর কাছে
জ্ঞানের উক্তি শিখতে।