তোমার চোখে আকাশ দেখি রোজ,
একটু খানি ছুতে গেলে হই যে নিখোঁজ।
নিখোঁজ হলে বারংবার হারাই মায়ের ছবি,
বাবা নামক বৃক্ষটাতে আর আসে না রবি।
মা'র শখের আলরমারিটা পড়ছে হেলে পুবে
গয়নার বাক্স শূন্য থালা সম্পর্ক যায় ডুবে।
শিরদাঁড়া ও যাচ্ছে বেঁকে দিনবদলের ক্ষণে,
আমি অধম বাউণ্ডুলে রাখে না কেউ মনে।
কবিতা সহিত সংসার গড়ে, জমাই উপহাস,
এক পসলা সুখ খুজিতে হই যে কৃতদাস।
মানুষগুলো জাদুর বাক্সে খোলস নিয়ে বাস,
ডায়েরিটা আজ খামখেয়ালি করে হা হুতাশ।
জগৎ জুড়ে গ্রাম শহরে জোয়ার ভাটা দেখি,
দেখতে হঠাৎ মনে হয় জীবন বোধহয় মেকি!
বুকের মাঝে শুকনো পাতা চোখে যেন নদী,
আবার তবে সকাল বেলার ফিঙে হতাম যদি।
বিষাদ নিয়ে লিখতে থাকি স্বপ্নপাহাড় হাতে,
সকাল বিকাল শব্দ কুড়াই বর্ণ ভাজি রাতে।