স্বরমাত্রিক ছন্দ
স্বরে ৪+৪+২ মাত্রায় ৫+৫+২
ফুলের রানি নয়ন মণি
ফোটে গোলাপ গাছে,
অলি বোলতা গুনগুনিয়ে
ওড়ে তাহার পাছে।
জু্ঁই চামেলি নয়নতারা
কুসুম বাগে জাগে,
গন্ধ রূপে সেরা গোলাপ
তুলতে কাঁটা লাগে।
গোলাপ তুমি ফুলকুমারী
তুমি ফুলের রানি,
ভালোবাসার প্রতীক তুমি
আমরা সবে মানি।
শিশু-কিশোর জোয়ান-বুড়ো
গোলাপ সবে চেনে,
রূপে মধুর সুবাস পেতে
মেলার থেকে কেনে।
তোমরা যদি এই ধরাতে
গোলাপ হতে পারো,
সুনাম দেবে সকল লোকে
বাসবে ভালো আরো।