আমার আছে দুষ্টু বিড়াল ছানা
খাবার পেতে নাই যে তার মানা,
অদ্য করলাম শাসন কিংবা মানা
ভেঙায় মোরে দুষ্টু বিড়াল ছানা।
আমার সাথে রাগ করেছে ছানা
ধরা না দিয়ে কামনা করছে পানা,
অনেক তারে খোজাখুজির পরে
খুজে পেলাম কাঁটা বনের ধারে।
ডেকেছি তারে আমার কাছে এসো
বিরাগ ভুলে একটুখানি তো হেসো
দুষ্টু বিড়াল কত যে বায়না ধরে,
ঝোপের ধারে হুড়োহুড়ি সে করে।
নানান কথা ঝুট-ঝামেলার পরে
বিড়াল এসে বসলো পুবের ঘরে,
মাছের কাঁটা এই যে ধরো ভাই
খাবার পেয়ে সুখের সীমা নাই।
ক্লান্তি ভুলে বুলিয়ে দিলাম হাত,
সোহাগ পেয়ে করে সে মাথা কাত
রাজা হবে হ্যাঁ আর কি হতে চাও,
সহসা বললো আমি হবো মি.য়াও।