এক যে শিশু মায়ের কোলে সদা গল্প শুনে,
মাঠে পাঠে বিদ্যালয় এ রঙিন স্বপ্ন বুনে।
দুরন্ত সে মনের মাঝে মা মাটিকে আঁকে,
হেসে খেলে দিবা নিশি সদাই সুখে থাকে।
রাসেল নামে সে শিশুটির জন্ম মুজিব ঘরে,
ভাই ও বোনের আদর মেখে ছিলো হর্ষ তরে।
পনেরো আগস্ট একদা, ঘাতক এলো তেড়ে,
একে একে পরিজনের জীবণ নিলো কেড়ে।
মা কে দেখার আকুতিতে ঘাতক নাহি গলে,
অমনি বুলেট বিঁধেছে বুকে প্রাণ গেলো চলে।
ঝাঁঝরা হয়ে নিথর দেহে রক্ত বইছে জোরে,
অবুঝ শিশুর অন্যায় কি নিঠুর ঘাতক ওরে?
জগত মাঝে অধম তোরা ধিক শত ধিক বলি,
শেখ রাসেলের স্মৃতি মেখে বাংলার পথে চলি।
সব শিশুদের চেতনায় আজ রাসেল সোনা ধন্য,
কুসুম বাগে ফুলের হাসি শেখ রাসেলর জন্য।
উৎসর্গ: বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেল কে।