।। ভুলভাল ।।
                 # সৈকত জানা #

আজ আমি মাটির পুতুল হয়ে
    তোর চাঁদে হাত দিব না....!!
তুই আমায় চিনলিনা।
    তুই আমায় জানলিনা।
আজও তুই তেলেভাজার তেলে
   ডুবিয়েছিস আমায়.....!!

তবুও তোর স্বাধীনতার
    পতাকার নিচে আমি নেই..
বস্তা ভর্তি করুনায়......!!
    আমি রাখবো হাত
পেরিয়েছি সমুদ্র সাত।
    কফি হাউসের আড্ডাটা
ভুলে গেছে মান্নাদা।

কিন্তু আমি পারবোনা তোকে ভুলতে।
    ছাদের নীল গোলাপটাকে
দিইনি কাউকে আজও তুলতে..!!
    প্রজাপতিরা ফিরে গেছে
দমদম বিমান জংশনে।
    পৃথিবীর রান্না ভাতে দিইনি মুখ
মঙ্গলে আমি অনশনে।

আমাদের সেই ক্লাসরুমটা
    ভরে গেছে  শিক্ষকে
বন্য  জন্তুর বাসর ঘর্
    পরিনত অগনিত ভক্ষকে।
তবু আমি তোর না বলাতেও
    সুখী...!

কলেজের অধ্যায় শেষ না করে
    তোর প্রেমে পড়ে নিইনি ঝুঁকি ।
বুঝলিনা আমায়.....!!
              - - A - -