।। উনিশটি বসন্ত পারে ।।
# সৈকত জানা #
এই উনিশটি বসন্ত পারে।
পৌঁছেছি জ্ঞানের শেষ দ্বারে
চাইনা থাকতে আর...
সাত সমুদ্র করেছি পার।
বহু নাটকের অভিনয়ে হয়েছি রাজি।
তোমার লাগি আজও বহু রঙে সাজি।
তব ধৈর্য ধরে না মনে।
বন্দি শালিকও ফিরে গেছে বনে।
সেই চেনা কন্ঠ ভেসে আসে মোর হৃদয় সাগরে...!!
ভুলিছ মোর মনবেদনা কার আদরে ?
তব এ নাহি আর সয়।
খোলা নয়ন অদুরে চাহিয়া রয়।
কত রজনী হয়েছে হারা।
ঘন কালো আকাশ মাঝে গুনেছি শত তারা......!!
কোন রুপে বাঁধিব তোমারে..?
বর্ণায়িত চরম সুন্দর হার মানে যারে?
তবে কার লাগি আসা..?
কার প্রতি ভালোবাসা
রয়েছে আমার বুকে....?
জানি তোমার মাঝে রাখনি আমায়
এই জীবন সাঁঝে।
তাই চেয়েছি ছুটি....
এই সুন্দর প্রানের দেহ হতে...
অজান্তে.... সাবলিল হৃদয়ে..!!
- - A - -