।। তুমি সুকান্ত ।।
# সৈকত জানা #
আমি চিন্তিত চিত্তে
দোষারোপে রোপিত করি
এখনকার জীবাক্তকে এই বৃত্তে ।
আমার পুষ্পাক্ষের পরিবৃত্তি
বহুকাল পরে।
তাঁর লোকিত আলো...
ছড়ায় দীপ্ত মান সমাজে।
তিনি করুণাময়ী ....!
তিনি দয়াময়ী.....!
লেখনীতে অমরি তিনি,
এই যুব সমাজে....!!
আমি হতভাগ্য জন
তাঁর লিখিবার ভাবাবেগ
স্পর্শ পাইলাম না আমার দিবসে..!
না জানি কোন ডাকে
তিনি শান্তির মোড়কে ,
শায়িত সেই তরুণে।
হয়তো তাঁর উপস্থিতিতে
এখন উদিয়মান চন্দ্রের মতো
নব সমাজ প্রজ্জ্বলিত কন্ঠে
জয়ধ্বনি করতো
সুভাষিণীর বুক দাপিয়ে।
নির্ভয়ে.... নিরাতঙ্কে ....
তুমি সুকান্ত....!!
- - A - -