।। তোমার পৃথিবী ।।

এ বিশ্বভুবন তোমারই হবে .....
           যদি তার প্রান রাখিবে তবে...!
অকলুষিত নিস্পাপে —
           রবে নীরবে।

এ পৃথিবী তোমারই হবে ....
           সারা মেদিনীময় থাকিবে সকলে
আপন সুখানন্দে...যতনে।
       যদি তুমি নাহি কর অপ্রিয় বর্জনে।

এ বসুধা তোমারই রবে
              স্বপনে মননে......
আমার নিশ্বাস বাঁধিবে না কেউ
              চিরঅমরে......!

তাই দৃঢ় দম্ভিত প্রার্থনায় ন্যস্ত আমি
   প্রার্থনা করি আজীবন চেরাকন্ঠস্বরে।
যে এ ক্শ্যপী তোমারই....... চিরতরে..!
        এত বিক্ষিত অর্ঘশ্রী তার.........!

কত শত শত চিত্রাক্ষয়ী অন্তরীক্ষে
          মাতিয়েছে যুগ যুগান্তরে ।
এমন অঙ্গাশ্রী ধরা পড়েনি
        কেন মোর নয়ন তরে .....?
                  - - Æ - -
        
                                    সৈকত জানা