।। ফিরে এসো ।।

          মোর মন যে মানে না...!
কিছু বোঝে না...
তোমারে ছাড়ি
           অপরে জানে না.....!
এ রুপে বেঁধেছ মোরে
মোর মন যে তোমারে
             আপন করে.....!
তুমি জান না —
মোর মন যে মানে না ।
             রয়েছো শত রুপে
মোর মনের আঁক্ষি কোনে!
কভু ভুলিবে না এ জনে.....!
            একবার তাকাও ফিরে
আমি চেয়েছি সকল তীরে।
নিশিদিন এক করেছি...!
            নাহি কষ্ট....
অশ্রু রুপে ঝরেছি।
ফিরে এসো আমাতে
            এ মরু মনে প্রান জাগাতে!
তোমার বিনা মোর মন
তোমারে চাহে চিরক্ষন....!
             ফিরে এসো ....
কর আপন...
মোর মানুষী মনকে!
           - - Æ - -

                                     শুন্য হৃদয়ে
                                        সৈকত