।। পারি নাহি ।।
# সৈকত জানা #
তুমি নম্র পরশ চিত্তে..
পারি নাহি তোমারই ভিতে।
তুমি নিরাকারে এসেছো এতে।
আমি পারি নাহি তোমারে নিতে !!
এত নিকটে ক্ষানিক ছিলে
দু নয়ন জলে কেড়ে নিলে।
কেন এত অভিতোপে ?
সুন্দর তুমি শান্ত শরীরে।
আমারে সবে বঞ্চনা দিতে
আমি পারি নাহি তোমারে নিতে।
আমি বসে ছিনু দুয়ার খুলে।
কোন হেতু মিরজাফরের মেঘ ঢেকে দিলে...
আমার আঙ্গিনার প্রসান্ত তলে ?
তোমার চরনদ্বয়ে ভরিল কুটির আলোঞ্চলে।
চারিদিক ভরাভোর তোমার নিস্বাসে।
ভুভৃৎ, অম্বুভৃৎ জাগে তোমার আশ্বাসে।
তোমারই হৃদয়সাগরে নাহি পারি ভাসিতে।
তুমি চলিলে বসন্তের ক্ষেতে ক্ষেতে।
উচ্ছাসে বিকশিত প্রান মেতে।
আমি কর্ম মুখে পারি নাহি তোমারে নিতে.....!!
- - A - -