।। নয়নে ভাসি ।।
আমার নয়নে ভাসি
কার এই মুখ...?
অধরায় ফেলিয়া
দিয়েছো দুখ।
ফিরিবে চাহিয়া আমারে
সেইক্ষন কত আর দুরে...?
অস্থিরে কেঁপে উঠে
হৃদয়বানী বাতাসে লুটে।
কার কর্ণে বাজিবে সে ধ্বনি..?
আসিবে ছুটি বানী শুনি।
চাহিব রহিয়া দুর নয়নে....
ভুলিছো মোরে কার যতনে...?
নিশিদিন নেভেনি আঁখি দুই।
কত আর রহিব সই......!!
এবারে স্থান দিও....
বিনিময়ে সর্ব নিও!
বসাও মোরে চরনতলে..!
নানা রুপের শতদলে!
আমিযে ভাসিয়াছি নয়নজলে!
তোলো তোলো মোরে,
ফেলোনা বিফলে.......!!
- - SÑA - -
অনিঃশেষ চিত্তে
শ্রী সৈকত