।। মনুষ্যত্বের কবর ।।
# সৈকত জানা #
আমি আমার জন্য জন্মেছি ।
মনটাকে স্বার্থপর করেছি।
এক গ্লাস টিউবওয়েলের জলেও
আমি রাজি......!!
অতিরিক্ত চায়না মন।
শুষ্ক মনে আকাশে তাকিয়ে আছে
আরও কতজন।
স্বাধীনতাটা আজ
চিনে গেছে সবাই।
সে তো আজ ,
ছাই সিগারেটের সাথে পকেটে
পকেটে ঘুরে বেড়ায়.......!!
ভালোবাসার সংজ্ঞাটা
পাল্টে গেছে আজ....!
গোলাপে যে কাঁটা আছে
জেনেও তুলতে যায়।
কিন্তু এই মরুবুকে
গাছের প্রয়োজনে কেউতো
গাছ লাগায়না........?
মনুষ্যত্বের বিকাশ দেশ জুড়ে
ভিক্ষা চায়.......!!
আমি ঢেউ হীন সমুদ্রে আজ
নিরুপায় ।
ব্রিটিশরা ভুলে গেছে
ভারতের কবরে নুন দিতে..!
তাই মাঝরাতে বেরিয়ে আসে
শত মনিবের বুক চিরে.....
তেরঙ্গার স্বাধীনতা।
দুষনের ব্যস্ততার মাঝে
তাদের জন্য রেখে যাই
গঙ্গার জোয়ার ভরা নীরবতা।
তুমি কি চাও
তোমার স্বার্থপরকে বাঁচিয়ে রাখতে?
তবুও তপ্ত রক্তরা আজ
জেগে ওঠে অ্যালকোহলের যৌনতায়।
শুধু ভারত কেন?
আরব , আমেরিকাদের গনতান্ত্রিক
সংবিধানের কোনায় কোনায় ।
আমি নিরুপায়....!!
আমি যন্ত্রনায়.....!!
- - À - -