।। মনের স্রোত ।।
# সৈকত জানা #
এ দ্বার খুলবে সেদিন
তোমার চরন রাখিবে যেদিন !
তুমি এসো হে।
দাও প্রান মোর মর দেহে !
আবারও জাগিবো।
তোমারে চাহিব।
প্রতি বরসায় এ মানব রুপে !!
এত বিরতি নাহি আর সয়।
মোর আঁক্ষি দুই চাহিয়া রয়।
তব অশ্রু ঝরে..... বিদায়েতে।
কবে যে আগমন কর এতে ?
বুকেরও ধ্বনি শঙ্খে বাজে।
রজনী আজ রজনীগন্ধায় সাজে।
এই ধরনীর প্রেমের কাননে.....!!
একাকি বসিয়াছি নদীকুলে।
পুর্নিমার জোয়ার মাতলাতে ফুলে।
কোন তরিতে রেখেছ চরন ?
তোমার অপেক্ষায়.......
তাই নেয়নি মরন।
চেনা স্রোত আর
চেনা চোরা বালিতে।
তব হাহাকার জাগে
মোর নিরাসার বুকে।
রেখেছি মালা গেঁথে
মায়ের চরন তলে।
কবে যে স্থান পাবে সে
তোমার গলে....?
চির বসন্তে.... চিত্ত মননে...!!
- - A - -