।। মা.... তোমার প্রতি ।।
                    # সৈকত জানা #

হেথায় মর্তালোক সাজিছে শারদছন্দে।
উতলা এ বাঙালি মন
শ্বেত কাশের গন্ধে .....!!
আশ্বিনের রজনী প্রাতে
বাদলপুঞ্জের বর্ষাবরন ,
শ্রাবণী পুর্ণিমার সাথে।
মা.......!!
তব তোমার আগমনে চাহিয়া রহি।
কোন সিন্ধুপথে আসিছ....
চরনে তোমার অশ্রু বহি।
শিল্পীর কঠোর শ্রমে,
তোমার রুপদানে মাতিছে
নিদ্রাহীন অদম দমে।
শুধু শেষ বারে করো আগমন...
সারা ভুবনময় সাজিছে পুস্পে পুস্পে
কত পুজারি কত অনাহারী জন।
তব সমাজে নেই নারী নিরাপত্তা ।
বিধ্বংসী রুপে তুমি শ্রেষ্ঠ,
তুমিই বাসদত্তা।
এসো হে.....
দশস্ত্রে শত শত বাহুবলে।
আজীবন মাথা নত করি
প্রণাম তোমার পদতলে।
মা..........!!
আজি সমাজ ভরিছে
অগণিত রংরুপী অশুরে
রক্ষা কর এ মাতৃকুলকে
রেখো পাপীদের কোটি কোটি
আলোকবর্ষ দুরে।
অমৃতের সহিত পান কর হে
সর্ব কালের যমযাতনা
নাহি মোর আকাঙ্ক্ষা রুচির সুখে
আছে শুধু নিথর দেহ
শুধু এক প্রার্থনা।
             - - A - -